ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

বিজিবি গেট থেকে শুরু খোকনের প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
বিজিবি গেট থেকে শুরু খোকনের প্রচারণা ছবি : দীপু/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বিজিবি ৩ নম্বর গেট থেকে ১৫তম দিনের প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নিউমার্কেটের ওই এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি।



পিলখানার (বিজিবি ৩ নম্বর গেইট) সামনে এক পথসভার মাধ্যমে দিনের প্রচারণা শুরু করেন সাঈদ খোকন।

এ সময় তিনি বলেন, আমি ঢাকার ছেলে। আমিই ঢাকার মানুষের সুখ-দুঃখ বুঝবো। আপনাদের পাশে দাঁড়াতে পারবো। ইলিশ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।

প্রয়াত মেয়র হানিফের ছেলে বলেন, আমি তরুণ-উদ্যমী, আমিই পারবো বাবার মতো এ ঢাকার প্রভূত উন্নয়ন করতে।

এরপর তিনি নিউ পল্টন রোডে প্রচারণায় নামেন। সেখানে ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডে প্রচারণা চালাবেন। আর বিকেলে মতিঝিল থানার ৮, ৯ ও ১৩ নং ওয়ার্ডে প্রচারণা চালাবেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।