ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

‘ইতিহাসে মীর জাফরের পাতায় নাম লিখবে জনগণ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
‘ইতিহাসে মীর জাফরের পাতায় নাম লিখবে জনগণ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচন কমিশন সিটি নির্বাচনে ৫ জানুয়ারির মতো ভূমিকা পালন করলে জনগণ ইতিহাসে তাদের নাম মীরজাফরের পাতায় লিখবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



‘নাগরিক ভাবনা: সিটি নির্বাচনে প্রচারণার সমান সুযোগ চাই’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।

এ আলোচনা সভায় তিনি বলেন, আমরা সিটি নির্বাচনে অংশগ্রহণ না করলে সরকার বিশ্ববাসীকে জানাতো, বিএনপির জনসমর্থন নেই এবং বিএনপি একটি জঙ্গি দল। সরকারের এ চক্রান্ত নস্যাৎ করতেই বিএনপি সিটি নির্বাচনে অংশগ্রহণ করছে।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে সেজন্য তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তারা জানে ভোটাররা ভোট কেন্দ্রে গেলে তাদের পরাজয় নিশ্চিত।

সেনা মোতায়েনের প্রস্তাব করে তিনি বলেন, সেনাবাহিনী মাঠে থাকলে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিশেষ কাউকে ক্ষমতায় রাখার চেষ্টা করলে জনগণের কাছে ন্যাক্কারজনক ভূমিকায় থাকবেন।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের ওপর হামলার পরও বাসায় ফিরে না গিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন। এর মাধ্যমে সারাবিশ্ব দেখেছে তিনি মানুষের ভোটাধিকার রক্ষার জন্য মাঠে লড়ছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস সহিদের সভাপতিত্বে এ গোলটেবিল আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আজম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ আহম্মেদ, বাংলাদেশ লেবার পার্র্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫/আপডেট সময়: ২০৩৬ ঘণ্টা
এলকে/এমইউএম/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।