ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

রাজনীতি

মায়া-মমতা নেই মায়ার!

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
মায়া-মমতা নেই মায়ার! মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: রাজনৈতিক সতীর্থদের প্রতি কোনো মায়া-মমতাই দেখাচ্ছেন না ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অনেকটা চক্ষু লজ্জার মাথা খেয়েই দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা।



ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত রাজনীতিক মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন এবার আওয়ামী লীগের সমর্থন নিয়ে লড়ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে লড়ছেন ব্যবসায়ী নেতা আনিসুল হক।

এদের দু’জনকেই হারাতে মোফাজ্জল মায়া কোমর কষে লড়ছেন বলে জানিয়েছে একাধিক দলীয় সূত্র।

সূত্রমতে, পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় দলের ওপরই ভীষণ গোস্বা হয়েছে মায়ার। সাঈদ খোকন আর আনিসুল হক দলীয় সমর্থন পাওয়ায় বেশ বেকায়দায়ই পড়ে গেছেন তিনি।

কেননা রাজনৈতিক বলয়ে এদের কারোরই মায়ার সঙ্গে তেমন দহরম মহরম নেই। তাই তারা মেয়র নির্বাচিত হলে রাজধানীতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মায়া যে দাপট দেখাতে পারতেন তা হুমকির মুখে পড়বে। রাজধানীর রাজনৈতিক প্রভাববলয় আর ক্ষমতা কাঠামোতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়বেন মায়া।

তেমন পরিস্থিতি যে মায়ার জন্য মোটেও সুখকর হবে না তা আর বলার অপেক্ষা রাখে না। তাই দল বা রাজনৈতিক সতীর্থদের প্রতি মোটেও আর সদয় থাকছেন না মায়া। নাম মায়া হলেও নিজের দলের প্রার্থীদের হারাতেই তিনি নিচ্ছেন নির্মম সব উদ্যোগ ও কৌশল।

অনুসারিদের বলছেন, খোকন-আনিস কেউই আমার লোক না। তাদের হারাতে হবে।

মায়ার এমন বিতর্কিত অবস্থানের কারণে তার অনুসারিদের মধ্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি।

সূত্র বলছে, দলের প্রতি অনুগত এমন অনেক মায়া অনুসারিই তার এমন কর্মকাণ্ডের ব্যাপারে দলের সিনিয়র নেতাদের অবহিত করেছেন। খবর দেওয়া হয়েছে খোদ প্রধানন্ত্রী শেখ হাসিনার কাছেও।

কৃতকর্মের পরিণতি হিসেবে মায়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও চিন্তা করছে দলটির হাইকমান্ড।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।