ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঢাকাবাসী গণরায়ের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।
মঙ্গলবার (২১ এপ্রিল) নয়াপল্টনে যাদুমিয়া মিলনায়তনে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২০ দলীয় জোট সমর্থিত ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনায় গঠিত বাংলাদেশ ন্যাপের সমন্বয় কমিটি এ সভা আয়োজন করে।
তাবিথ আউয়ালের পক্ষে দলের নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে গোলাম মোস্তফা ভুইয়া বলেন, তাবিথ আউয়ালকে ‘বাস’ মার্কায় ভোট দিয়ে ফ্যাসিবাদি আওয়ামী সরকারের বিরুদ্ধে গণরায় দিতে ঢাকাবাসী অপেক্ষায় আছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ২০ দলীয় জোট সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জয় সুনিশ্চিত।
তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের আচরণ ও কার্যকলাপে তা প্রতীয়মান হচ্ছে না। গণসংযোগকালে খালেদা জিয়াকে বাধা দিয়ে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সরকার। তারপরও আমরা বিশ্বাস করতে চাই, সরকার গণতান্ত্রিক আচরণ করবে এবং প্রচার প্রচারণার কাজে সব প্রার্থীকে সমান সুযোগ সুবিধা দেবে।
ঢাকা মহানগর ন্যাপের আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, মোড়ল আমজাদ হোসেন, ঢাকা মহানগর ন্যাপের সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু,ন্যাপ নেতা মো, কামাল ভুইয়া, এস.এম. নুরুল আমিন, মো. বেলাল হোসেন, মো. আবুল কালাম সরদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এজেড/জেডএম