সিরাজগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ও বুধবারের হরতালের সমর্থনে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রায়গঞ্জ পুরাতন চৌরাস্তা মোড় হতে মিছিলটি বের হয়ে ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাতেম আলী সুজন, থানা যুবদলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সভাপতি আয়নুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সভাপতি মাহমুদুল হক তামান্না, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী ও ছাত্রদল নেতা এম আর ইসলাম সাদী।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসআর