ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হাসান-রাসেলকে গ্রেফতারের নিন্দা যুবদলের

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
হাসান-রাসেলকে গ্রেফতারের নিন্দা যুবদলের

ঢাকা‍: ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কাকরাইল ইউনিট শাখার সভাপতি হাসান ও সদস্য রাসেলকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।
 
সোমবার(০২ নভেম্বর) দুপুরে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

হাসান ও রাসেলকে রোববার(০১ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, যুবদল নেতাদের গ্রেফতার করার পর কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। অবৈধ কায়দায় তাদের মামলায় জড়ানোর চক্রান্ত হচ্ছে।

যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেফতারকৃত দুই যুবদল নেতাকে নিরাপরাধ দাবি করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
প্রেসবিজ্ঞপ্তি/এমআইকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।