ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে শিবিরের ৮ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
চাঁদপুরে শিবিরের ৮ কর্মী আটক

চাঁদপুর: চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ।

নাশকতার পরিকল্পনা চলছে এমন সংবাদের ভিত্তিতে রোববার (২ নভেম্বর) রাত ৩টার দিকে এ অভিযান চালানো হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আটক শিবির কর্মীরা হলেন-জেলার হাজীগঞ্জ উপজেলার শাখাওয়াত হোসেন (২১), আবু বক্কর সিদ্দিক (১৮), তারেক হোসেন (১৭), সুলতান মাহামুদ (২৪), আলাউদ্দিন (২২), শহরের রহমতপুর কলোনির ফরহাদ আলম (২৩), মতলব উত্তরের আল-আমিন (২২) ও সদর উপজেলার আশিকাটি গ্রামের মো. সোহেল (২২)।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, আটক শিবির কর্মীদের কাছ থেকে একটি কম্পিউটার ও নাশকতার ছক আঁকা কাগজপত্র জব্দ করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদেও তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।