ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় আগামী ১২নভেম্বর অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে শহর ও সদর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২নভেম্বর) দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু।


 
এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান শাহিন, জুলফিকার রহমান শান্ত, কামরুজ্জামান মাছুদ, প্রভাষক মুনিরুজ্জামান, সরকার সাইফুল ইসলাম, আবু বাশার মানিক, লুৎফর রহমান মিন্টু, নাজমুল কাদির শিপন, নাছিমুল বারি নাছিম, শহিদ হোসেন পাশা, আরিফুর রহমান আরিফ, রাব্বি হাসান জুয়েল, মিছবাউল আলম, জিয়াউল হক জুয়েল, মোহিদুল হাসান পলাশ, মহোন শেখ, রওশন আলী, ওয়ারেসি সূজন, আতিক হাসান মানিক, রিপন প্রাং, রুবেল আহম্মেদ, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।