ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দেশে শান্তি এলে একজনের মনে অশান্তি শুরু হয়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
দেশে শান্তি এলে একজনের মনে অশান্তি শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বিএনপির চেয়ারপারমন খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মনে যখন শান্তি আসে তখনই অশান্তি শুরু হয়ে যায় একজনের কারণে। মানুষের শান্তি তিনি দেখতে পারেন না।



প্রধানমন্ত্রী বলেন, (খালেদা জিয়া) তার আন্দোলন মানুষ পুড়িয়ে মারা, মানুষ খুন করা। ছোট্ট শিশু, বাসের ড্রাইভার-হেলপার, কলেজ ছাত্রী কেউ রেহাই পায়নি। মানুষ হত্যাই তার আন্দোলন। বাংলাদেশের মানুষে ঐক্যবদ্ধ হয়ে তার আন্দালন বন্ধ করেছে।

সোমবার (০২ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘০৩ নভেম্বর জেল হত্যা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা আরও বলেন, দেশে বসে মানুষ হত্যা করে যখন তিনি পারলেন না, এখন তিনি বিদেশে গিয়ে গুপ্ত হত্যায় নেমেছেন। লেখক-প্রকাশকদের হত্যা করছেন। দেশে না পেরে বিদেশে বসে গুপ্ত হত্যা শুরু করেছেন। যখনই দেশে শান্তি আসে, দেশ এগিয়ে যায় তখনই গুপ্ত হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে করছেন বিএনপির নেত্রী।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমজেএফ/

** জিয়াউর রহমান খুনিদের পুরস্কৃত করে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।