ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা সিটির মেয়র মনিরুজ্জামান সাময়িক বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
খুলনা সিটির মেয়র মনিরুজ্জামান সাময়িক বরখাস্ত মনিরুজ্জামান মনি

ঢাকা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দু’টি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় এ আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।



সোমবার (২ নভেম্বর) বিকেলে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এর ৬০ নম্বর ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবদুর রউফ বাংলানিউজকে জানান, খুলনার দু’টি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এর ৬০ নম্বর ধারা অনুযায়ী মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ সংক্রান্ত চিঠি সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মনি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা দু’টি মামলায় অভিযোগপত্র গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।