ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুর জেলা বিএনপি নেতার মায়ের মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
রংপুর জেলা বিএনপি নেতার মায়ের মৃত্যুতে ফখরুলের শোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মা নফিজা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০২ নভেম্বর) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।



সোমবার সকাল সাড়ে দশটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

শোক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার মানুষের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ নারী হিসেবে মরহুমা নফিজা খাতুন অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

মির্জা ফখরুল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোক বার্তায় নফিজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।