ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে ছাত্রলীগের ২২ নেতাকর্মীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
নীলফামারীতে ছাত্রলীগের ২২ নেতাকর্মীর জামিন

নীলফামারী: সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের ওপর হামলা মামলায় নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের ২২ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।
 
সোমবার (২ নভেম্বর) দুপুরে নীলফামারীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোতাহারাত আখতার ভুঁইয়া তাদের জামিন দেন।


 
এর আগে, মামলার ২৮ আসামির মধ্যে ২২ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
 
এদিকে, মামলা দায়েরের পর থেকে চার আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।  
 
এছাড়া অপর দুই আসামি সাইফুল ইসলাম ও রবিউল ইসলাম ঘটনার পর পুলিশের হাতে আটক হয়ে কারাগারে থাকা অবস্থায় আদালত থেকে জামিন পান।
 
২০১৪ সালের ২৬ এপ্রিল বিকেলে ভ্রাম্যমাণ আদালতে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাসের রায়হান বাদী হয়ে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলা অভিযোগে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল লতিফ ৩০ সেপ্টেম্বর আদালতে ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
 
নীলফামারী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় বাংলানিউজকে বলেন, আদালতে ২২ আসামি আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করে।  
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।