ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দীপনের পিতাকে নিয়ে হানিফের বক্তব্যের তীব্র নিন্দা বিএনপির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
দীপনের পিতাকে নিয়ে হানিফের বক্তব্যের তীব্র নিন্দা বিএনপির ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: দুর্বৃত্তদের হাতে নিহত প্রকাশক ও লেখক ফয়সল আরেফিন দীপনের পিতার মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্যকে ‘অশালীন’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

সোমবার দুপুর বিএনপির নয়াপল্টনস্থ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিপন বলেন, ‘অবনতিশীল আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতিতে গত পরশু জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও পুস্তক প্রকাশক ফয়সল আরেফিন দীপন এর হত্যাকাণ্ডের পর-তার পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারি প্রফেসর আবুল কাশেম ফজলুল হক ‘আমি বিচার চাই না’ প্রতিক্রিয়া জানানোর পর শাসকদলের অন্যতম শীর্ষ নেতা মাহবুবুল আলম হানিফের মন্তব্যে গোটা জাতি স্তম্ভিত, বিস্মিত।

 

রিপন বলেন, ‘কোন পরিস্থিতিতে পুত্রহারা পিতা, স্বামীহারা স্ত্রী এমন মন্তব্য করতে পারেন-তা বোঝার জন্য যে সংবেদনশীল মন থাকতে হয়-তা আজ শাসকগোষ্ঠীর মধ্যে লোপ পেয়েছে। তাদের বক্তব্য বিবৃতি শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়,সামাজিক শিষ্টাচারেরও পরিপন্থী। নিহত দীপনের অধ্যাপক পিতাকে ‘হত্যকারীদের আদর্শে বিশ্বাসী’ বলে শাসকদলের পক্ষে মন্তব্য করায় পুত্রশোকে বিহ্বল-কাতর মানুষটির প্রতি যে নিষ্ঠুরতা প্রকাশ করা হয়েছে-তার নিন্দা জানানোর ভাষাও আমাদের নেই। ’
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।