ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মির্জাপুরে শিবিরের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
মির্জাপুরে শিবিরের ২ নেতা আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর পৌর শিবিরের সভাপতি নাইম ইসলাম (১৯) ও উপজেলা অর্থবিষয়ক সম্পাদক মো. সোহাগ হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ।
 
সোমবার (২ নভেম্বর) রাত আটটায় উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের গোড়াই উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক নাইম গোড়াই জয়েরপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও সোহাগ দেওহাটা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন মাইন বাংলানিউজকে জানান, ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার উদ্দেশে গোড়াই এলাকায় সভার আয়োজন করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে নাইম ও সোহাগকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও কয়েকটি চাপাতি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।