ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জামায়াত নেতাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বগুড়ায় জামায়াত নেতাসহ গ্রেফতার ২

বগুড়া: বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে একাধিক নাশকতা, ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি ইউনিয়ন জামায়াতের আমিরসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. লুৎফর রহমান (৪৫) ও শাজাহানপুর উপজেলার জামায়াতের কর্মী আব্দুর রহমান (৩২)।


 
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সদর ও শাজাহানপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
 
জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ ‍সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জামায়াতের আমির হাফেজ মো. লুৎফর রহমানে বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর ও বিস্ফোরকের ১২টি মামলা রয়েছে। এছাড়া জামায়াত কর্মী আব্দুর রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।  
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।