ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘আগে তারা রগ কাটতো, এখন গলা কাটছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
‘আগে তারা রগ কাটতো, এখন গলা কাটছে’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল / ফাইল ফটো

ঢাকা: ‘প্রকাশক ও ব্লগার হত্যাসহ আলোচিত হত্যাকাণ্ডগুলো যারা ঘটাচ্ছে তারা আগে রগ কাটতো, এখন গলা কাটছে’। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তবে ঘটনার নেপথ্যে মদদদাতা, পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশক ও ব্লগার হত্যাসহ আলোচিত হত্যাকাণ্ডগুলোর প্রকৃত দোষী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থ যোগানদাতাদের খুঁজে বের করা হবে।
দেশে অথবা দেশের বাইরে লন্ডনে কিংবা যেখানেই থাকুক তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।

আলোচিত এসব হত্যকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারাই এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে, যারা দেশের স্বাধীনতা চায়নি। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার
নেতাকে হত্যা করেছে। বিভিন্ন সময়ে নাম পরিবর্তন করে এসব অপকর্ম করছে। অতীত বিশ্লেষণ করলে দেখা যাবে, তারা সবাই জামায়াত-শিবিরের রাজনীতিতে বিশ্বাসী। আগে তারা রগ কাটতো এখন গলা কাটছে।

বাংলাদেশ সময় : ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।