ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়া আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বগুড়া আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালন

বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
 
এ উপলক্ষে মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পরোড দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।


 
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ ‍উদ্দিন জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে প্রতিক্রিয়াশীল চক্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই সংঘবদ্ধ অপশক্তির দেশবিরোধী ও দেশের উন্নয়নবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকব ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়ন সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
 
সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, টি জামান নিকেতা, অ্যাডভোকেট আমানউল্লাহ আমান, এসএম শাজাহান, অ্যাডভোকেট শফিকুল আলম আক্কাস, তপন চক্রবর্তী, মতিউল ইসলাম মিন্টু, আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, রুহুল মোমিন তারিক, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক মঞ্জু, শাহাদৎ হোসেন শাহীন, সুলতান মাহমুদ খান রনি, ওবায়দুল হাসান ববি, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান শাহীন, ডালিয়া নাসরিন রিক্তা, আল রাজী জুয়েল, মাশরাফি হিরো, জুলফিকার রহমান শান্ত, নাইমুর রাজ্জাক তিতাস, সনত কুমার সরকার, নাজমুল কাদির শিপন, আসলাম হোসেন, আতাউর রহমান আতা, বিশ্বজিত কুমার ও শামীম আহম্মেদ প্রমুখ।
 
এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমবিএইচ/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।