ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জেল হত্যা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন সিলেট আ’লীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
জেল হত্যা দিবসে বিভিন্ন কর্মসূচি পালন সিলেট আ’লীগের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জেল হত্যা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ সব কর্মসূচির মধ্যে ছিলো- জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।



মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মুহাম্মদ কামরুজ্জামান ও ক্যপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্র চলছিলো।
 
এর ধারাবাহিকতায় কারাগার অভ্যন্তরে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে খুন করা হয়। দীর্ঘ অপেক্ষার পর আওয়ামী লীগ সরকার এই হত্যাকাণ্ডের বিচার করেছে। বক্তারা জেল হত্যা দিবসকে বাঙ্গালী জাতির কালো দিবস হিসেবে আখ্যায়িত করেন।
 
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক সিটি কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অ্যাডভোকেট রাজ উদ্দিন, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাবেক সিটি কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যক্ষ সুজাত আলী রফিক প্রমুখ।

আলোচনা সভা শেষে বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সব কর্মসূচিতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এএএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।