ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: শোক-শ্রদ্ধায় ময়মনসিংহে পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ও বিকেলে শোক র‌্যালি, আলোচনা সভা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হওয়া শোক র‌্যালির নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।

এসময় জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের আহ্বায়ক মুজিবুর রহমান মিল্কী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম তারা, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহিত উর রহমান শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

শোক র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কলেজ রোডের বাসভবনে গিয়ে শেষ হয়।

এদিকে, বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে অপর এক দীর্ঘ শোক র‌্যালিও একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিটির নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা এবং ময়মনসিংহ পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, শওকত জাহান মুকুল, যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমেল, শাহীনুর রহমান ও শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ।

পরে মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।