ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সিরাজগঞ্জ বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রেফতার ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে(৪৫)গ্রেফতার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ(ডিবি)।  

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে শহরের টুকু ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি শহরের ধানবান্ধি মহল্লার আতাউল্লাহ আতা ওরফে তোতার ছেলে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত রঞ্জনের বিরুদ্ধে সয়দাবাদ মুলিবাড়ী এলাকায় খালেদা জিয়ার জনসভায় আলোচিত ট্রেন পোড়ানোসহ নাশকতার অভিযোগে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।