ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী: হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে চৌমুহনীর নিজ বাসা থেকে অভিচান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।



গ্রেফতার হওয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা বোরহান উদ্দিন জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চলতি বছরের জানুয়ারিতে বেগমগঞ্জের চৌমুহনী বাজারে পুলিশ ও হরতাল-অবরোধকারীদের সঙ্গে দুই যুবক নিহত হওয়ার ঘটনায় দায়েরকরা মামলায় ৯ নম্বর আসামি তিনি।

চলতি বছরের ৭ জানুয়ারি নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে হরতাল চলাকালীন বিএনপি-জামায়াত নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে মহিন উদ্দিন বাচুর্চি (২৮) ও ছেরাজল হক রুবেল (৩২) নামের দুই যুবক নিহত হয়।

এ ঘটনায় হত্যা, পুলিশের ওপর আক্রমণ এবং বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাসকে প্রধান আসামি করা হয়। এছাড়াও বিএনপি-জামায়াতের ২১৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ থেকে সাড়ে ৩ হাজার ব্যক্তিকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।