ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

কাশিমপুর কারাগারে মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
কাশিমপুর কারাগারে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাকে এ কারাগারে নেওয়া হয়।



কাশিমপুর কারাগার পাট-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে বুধবার (০৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কারাগার পাট-২ এ আনা হয়েছে। ঢাকা থেকে পুলিশের কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাকে কারাগারে আনা হয়।

মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার পাট-২ এ ডিভিশন ভবনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।