ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

লন্ড‌নে মানুষ মারার পরিকল্পনা কর‌ছেন 'লে‌ডি কিলার' খা‌লেদা‌

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
লন্ড‌নে মানুষ মারার পরিকল্পনা কর‌ছেন 'লে‌ডি কিলার' খা‌লেদা‌ ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লন্ড‌নে খা‌লেদা জিয়ার বক্ত‌ব্যের সমা‌লোচনা ক‌রে আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, খা‌লেদা জিয়া লন্ড‌নে ব‌সে শলাপরামর্শ ক‌রে নতুন কর্মসূ‌চির  না‌মে জ্বালাও পোড়াও‌ ক‌রে মানুষ হত্যার প‌রিকল্পনা কর‌ছেন।   তা‌কে মানু‌ষ এখন লে‌ডি কিলার ব‌লে ডা‌কে।



বুধবার (৪ নভেম্বর) ডিআরইউ সাগর র‌নি মিলনায়ত‌নে এক আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৩য় মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে এ আ‌লোচনা সভার আ‌য়োজন ক‌রে আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃ‌তি সংসদ।

ড. হাছান ব‌লেন, খা‌লেদা জিয়া সরকা‌রের উন্নয়ন দেখ‌ছেন না। তি‌নি দেশ‌কে জ‌ঙ্গি রা‌ষ্ট্রে প‌রিণত কর‌তে জামায়াত-শি‌বির জ‌ঙ্গি‌দের স‌ঙ্গে হাত মি‌লি‌য়ে‌ছেন। কিন্তু তার সে স্বপ্ন পূরণ হ‌বে না।

অনুষ্ঠানের প্রধান আ‌লোচক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ব‌লেন, বি‌ভিন্ন সময় নানা ধর‌নের হামলায় অ‌ভিযুক্ত যারা আটক হ‌য়ে‌ছেন তারা জামায়াত-শি‌বি‌রের কর্মী। এর স‌ঙ্গে বিএন‌পিও জড়িত আ‌ছে  ব‌লে তথ্য পাওয়া গে‌ছে। দে‌শের মানুষ তা‌দের কখনও ছাড়‌বে না ব‌লেও মন্তব্য ক‌রেন তি‌নি।

আ‌য়োজক সংগঠনের সভাপ‌তি মুহম্মদ ব‌দিউল আল‌মের সভাপ‌তি‌ত্বে  বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক এরশাদুর রহমান চৌধুরী।

বাংলা‌দেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ন‌ভেম্বর ০৪, ২০১৫
এমএ/এইচআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।