ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘উস্কানিমূলক লেখালেখি চললে হত্যাকাণ্ড থামানো যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
‘উস্কানিমূলক লেখালেখি চললে হত্যাকাণ্ড থামানো যাবে না’ ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্লগে বা অন্যান্য মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক লেখালেখি বন্ধ না করলে, হত্যাকাণ্ড বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ন্যাপ আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ আয়োজিত ‘স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক রাষ্ট্র : কমরেড মেহেদী’ শীর্ষক স্মারক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



শফিউল আলম বলেন, ব্লগার-প্রকাশক হত্যা কাম্য নয়। এসব হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার চাই। তবে ব্লগে বা অন্যান্য মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে, যারা জাতীয় সংহতি নষ্ট করছে, তারা এ ধরণের লেখালেখি বন্ধ না করলে, হত্যাকাণ্ড বন্ধ করা যাবে না।

নিহত প্রকাশক দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, তিনি বিচার না চাওয়ার যে কথাটি বলেছেন, তা খুবই মর্মান্তিক। দেশে কোন অবস্থা থাকলে একজন অধ্যাপক সন্তান হত্যার বিচার চান না, এটা সহজেই বোঝা যায়। তার এ বক্তব্য সরকার, বিচার ব্যবস্থা ও শেখ হাসিনার ওপর ক্ষোভ ও অনাস্থারই বহিঃপ্রকাশ।

জাগপা সভাপতি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোটাধিকারের দাবিতে, কিন্তু বর্তমান সরকার পাকিস্তানি স্বৈরশাসকের চেয়েও নিকৃষ্ট। তারা স্বাধীন দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয় পার্টির (একাংশ) যুগ্ম-মহাসচিব এস এম শামীম প্রমুখ। আলোচনা সভায় বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এইচআর/এমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।