ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে বিএনপির ২ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
নাটোরে বিএনপির ২ নেতা কারাগারে

নাটোর: নাটোরে ছাত্রলীগ কর্মী রাজিব হোসেন হত্যাসহ নাশকতার মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সদরুল ইসলাম ডাম্বেল ও জেলা  যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তালুকদার ডালিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।   
 
বুধবার (৪ নভেম্বর) দুপুরে নাটোরের  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক এনামুল হক বসুনিয়া আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 
আদালত পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
আদালত সূত্র জানায়, চলতি বছর ৩১ আগস্ট নাটোর স্টেশন এলাকায় থানা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর শোকসভায় যোগদানের উদ্দেশে মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কর্মী রাজিবসহ কয়েক জন আহত হন। রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  
 
এ ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সরকার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল হোসেন বাদী হয়ে নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ ৫৫ জনকে আসামি করে দু’টি মামলা দায়ের করেন।  
 
এ দু’টি মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সদরুল ইসলাম ডাম্বেল ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তালুকদার ডালিম জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।