ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দীপনের জন্য বিএনপির দোয়া মাহফিল বৃহস্পতিবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
দীপনের জন্য বিএনপির দোয়া মাহফিল বৃহস্পতিবার

ঢাকা: জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ও জাগৃতি প্রকাশনী’র স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) দোয়া মাহফিল করবে বিএনপি।

এদিন বাদ জোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

বুধবার (৪ নভেম্বর) দলটির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দোয়া মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অংশ নিতে প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।