ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রদল নেতা নাচন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
সিলেটে ছাত্রদল নেতা নাচন গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক ও নাচন গ্রুপের প্রধান বহুল আলোচিত রেজাউল করিম নাচনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেট এমসি কলেজ ছাত্রাবাস এলাকা থেকে নাচনকে গ্রেফতারের পর রাত পৌনে ৯টায় মহানগরীর শাহপরান থানায় হস্তান্তর করে র‌্যাব।


 
র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, বিস্ফোরক মামলা ও পুলিশের ওপর হামলার মামলায় নাচন ওয়ারেন্টভুক্ত আসামি।
 
রেজাউল করিম নাচন নগরীর মিরাবাজারের যতরপুর এলাকার মৃত চৌধুরী কামরুল রেজার ছেলে।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এনইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।