ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরীপুরে বিএনপি নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
গৌরীপুরে বিএনপি নেতা কারাগারে সুজিত কুমার দাস

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবদলের আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাসকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



আদালত সূত্রে জানা যায়, সরকারবিরোধী আন্দোলনের অভিযোগে দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে গৌরীপুর থানায় চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে রয়েছেন। বাকি একটি মামলায় বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।