ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ফরিদপুরে বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরে পুলিশ র‌্যাব ও বিজিবি’র যৌথ অভিযানে বিএনপি-জামায়াতের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার (০৬ নভেম্বর) সকাল পর্যন্ত ফরিদপুরের নয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকদের মধ্যে ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন (৫০) উল্ল্যেখযোগ্য। তাকে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিযনের পাঁচকুল গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এছাড়া উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রাম থেকে আটক করা হয় বিএনপি কর্মী ইকবাল হোসেনকে (৪০)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এ অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এছাড়া নগরকান্দায় উপজেলা জামায়াতের আমির মওলানা সোহরাব হোসেন, মধুখালী পৌর জামায়াতের আমির লিয়াকত বিশ্বাস, বোয়ালমারী জামায়াতের আব্দুস সামাদ, আল আমীন ও নুরুল ইসলাম, মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান ও বাগাট ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ওলেমান চৌধুরীকে আটক করা হয়েছে।

মধুখালী থানার ওসি রুহুল আমিন বিষয়টি জানান।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে ফরিদপুরে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে পুলিশের সঙ্গে র‌্যাব ও বিজিবি সদস্যরাও অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।