ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে বাসদ’র প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
সাভারে বাসদ’র প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভা

সাভার (ঢাকা): বাংলাদেশ সমাজতান্ত্রিক দল’র (বাসদ) ৩৫তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সাভারে পথসভা করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।



পথসভায় বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগর শাখার নেতা খালেকুজ্জামান লিপন, সাভার উপজেলা বাসদের আহ্বায়ক সৌমিত্র কুমার দাসসহ অন্যরা।

সভায় বক্তারা গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার তীব্র প্রতিবাদ জানান।

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার কারণে জনগণ দুর্ভোগে পড়েছে বলেও দাবি করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।