ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পুঠিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
পুঠিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা জখম

রাজশাহী: রাজশাহী জেলার পুঠিয়ায় দুবৃর্ত্তদের ছোড়া গুলিতে মাহফুজ আহমেদ ডলার নামে এক যুবলীগ নেতা জখম হয়েছেন।

শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

মাহফুজ আহমেদ জানান, শুক্রবার দুপুরে তিনি ধোপাপাড়া এলাকায় তার জমিতে যাচ্ছিলেন। হেলমেট পর‍া দুইজন মোটরসাইকেল আরোহী হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। নিজেকে বাঁচাতে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার বাম হাতের কব্জির একটু ওপরের একটি গুলি লাগে।

গুলিটি হাতের একপাশে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রাজনৈতিক কারণে পূর্ব শক্রতার জের ধরে তার ওপর এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করছেন মাহফুজ।

তিনি আরও জানান, হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে এ ঘটনায় মামলা করবেন।

এ প্রসঙ্গে রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান বলেন, যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার কথা তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।