ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় আ’লীগ নেতা ডা. আব্দুল হামিদের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
বগুড়ায় আ’লীগ নেতা ডা. আব্দুল হামিদের ইন্তেকাল ডা. আব্দুল হামিদ

বগুড়া: বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল হামিদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।


 
শুক্রবার (০৬ নভেম্বর) সকালে সদর উপজেলা গোপালবাড়ী গ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। বাদ জুমা শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাইস্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা যুবলীগ সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজি জুয়েল, আওয়ামী লীগ নেতা ডা. বজলার রহমান, ইয়াকুব আলী, যুবলীগ নেতা কামরুল হুদা উজ্জল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বাসার মানিকসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।

এদিকে, আওয়ামী লীগ নেতা ডা. আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর যুব লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের সরকার সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম উজ্জল, আজহারুল হান্নান রিপু, ইসরাইল হক সরকার, মাহুবুর রহমান, সোহরাব হোসেন, আনিছার রহমান, রবিউল ইসলাম, আলী রেজা তোতন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।