ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মতিঝিলে বিস্ফোরকসহ ৬ শিবিরকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
মতিঝিলে বিস্ফোরকসহ ৬ শিবিরকর্মী আটক

ঢাকা: রাজধানীর মতিঝিলে বিস্ফোরকদ্রব্যসহ শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, তারা ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।



আটককৃতরা হলেন- খলিলুর রহমান (২০), মিজানুর রহমান নাঈম (১৮), হাফেজ মোহাম্মদ রনি (২১), কবির হোসেন (২৩), আল আমিন (১৮) ও শাহাদাৎ হোসেন (২০)।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফকিরাপুল বাজারে ভেতরে মালেক মার্কেটের কাছে একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের আটকের করা হয়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (শুক্রবার) সন্ধ্যায় মতিঝিল ফকিরাপুল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার একটি ভবন থেকে শিবিরের নেতাকর্মীদের হেফাজতে থাকা বিস্ফোরকদ্রব্য ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক শিবির সদস্যদের নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানান ওসি ফরমান আলী। তবে তিনি তাৎক্ষণিকভাবে বিস্ফোরকদ্রব্যের পরিমাণ জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫, আপডেট: ২১২৬ ঘণ্টা/২৩৫২ ঘণ্টা
এনএইচএফ/আইএ/এইচএ/এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।