ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্দেশদাতা বড়ভাই বিচারের হাত থেকে রেহাই পাবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
নির্দেশদাতা বড়ভাই বিচারের হাত থেকে রেহাই পাবেন না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: কোনো ষড়যন্ত্র করেই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। নির্দেশদাতা বড়ভাইও বিচারের হাত থেকে রেহাই পাবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।


 
শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
 
আগামী ১২ নভেম্বর বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন করা হয়।

নাসিম আরও বলেন, লন্ডনে বসে খালেদা জিয়া নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত জনসভায় জনসমাগমের মাধ্যমে খালেদা জিয়ার ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
 
এছাড়া কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, এমপি হাবিবর রহমান, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলাইমান আলী, বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসনে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, জাকির হোসনে নাবাব, শ্রমিক লীগ নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, সামছুদ্দিন শেখ হেলাল, ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান তিতাস উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।