ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ধুনটে জামায়াত নেতা কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ধুনটে জামায়াত নেতা কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমির হারুনর রশিদকে (৬৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি চার পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার মামলার এজাহারভুক্ত আসামি।



শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।

হারুনর রশিদের বাড়ি ধুনট উপজেলার চরপাড়ায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ১৯ জানুয়ারি বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ধুনট-শেরপুর রোডের হুকুমআলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার চেষ্টা চালায় দল দু’টির নেতাকর্মীরা। এতে বাধা দিলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়ে ধুনট থানার চার পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হারুনর রশিদ ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেন। খবর পেয়ে রাতেই তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।