ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির র‌্যালিতে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
খাগড়াছড়িতে বিএনপির র‌্যালিতে পুলিশের বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপির বের করা র‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি র‌্যালি নিয়ে জিয়া স্মৃতি ভাস্কর্যের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

পরে তারা আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অনেকে এসময় বক্তব্য রাখেন।
 
‘বিপ্লব ও সংহতি দিবসে’র র‌্যালিতে পুলিশি বাধার তীব্র নিন্দ্বা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।