ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে বিএনপির আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
যশোরে বিএনপির আলোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে বিএনপির আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) সকালে যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।



যশোর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুর রহমান তোতনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সহ সভাপতি আবু বকর আবু ও প্রফেসর গোলাম মোস্তফা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোর্তজা এলাহী টিপু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান জহির, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. আবু মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।