ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথসভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় ‘বিএনপির বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।



শনিবার (০৭ নভেম্বর) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল ইসলাম দাদু ভাই।

বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম ও আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় আলোচনায় অংশ নেন সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ড. জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নওয়াজেশ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম, বিএনপি নেতা শেখ মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু জাফর, ফখরুল আলম, মনিরুজ্জামান মন্টু, ড্যাব নেতা ডা. শওকত আলী লস্কর, সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন, যুবদল সভাপতি শফিকুল আলম তুহিন, শ্রমিক নেতা মুজিবর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি আজিজুল হাসান দুলু ও ছাত্রদল সভাপতি কামরান হাসান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমআরএম/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।