ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপি নেতাদের বাসায় তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ময়মনসিংহে বিএনপি নেতাদের বাসায় তল্লাশি

ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপি নেতাদের বাসায় তল্লাশি চালিয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

শনিবার (০৭ নভেম্বর) সকাল থেকে এ তল্লাশি অভিযান পরিচালিত হয়।



বিএনপি নেতারা জানান, এদিন সকাল ১১টার দিকে যৌথ বাহিনী নগরীর বাগানবাড়ি রোডে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ রতন আকন্দ ও কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দের বাসায় তল্লাশি চালায়।

তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, অভিযানে কাউকে না পেয়ে তাদের বাসার বিভিন্ন আসবাবপত্র তছনছ করা হয়।

তবে এ বিষয়ে ওই তিন বিএনপি নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

দলীয় সূত্র জানায়, ওই সময় ত্রিশাল উপজেলাতেও বিএনপি দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিনের বাসাতে তল্লাশি চালানো হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, যারা নাশকতা সৃষ্টিকারী, তাদের বাসাতেই তল্লাশি চালানো হচ্ছে। আসবাবপত্র ভাংচুরের অভিযোগটি সঠিক নয়।

তিনি আরও জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাসাতেও তল্লাশি চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।