ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিদেশে গিয়ে গুপ্ত হত্যার ষড়যন্ত্র করছেন খালেদা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
‘বিদেশে গিয়ে গুপ্ত হত্যার ষড়যন্ত্র করছেন খালেদা’ মুজিবুল হক / ফাইল ফটো

গাজীপুর: আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বিদেশে গিয়ে গুপ্ত হত্যার নতুন ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার (০৭ নভেম্বর) সকালে টঙ্গীতে পৃথক দু’টি রেলগেটে লেভেল ক্রসিংয়ে লাইট ও ওয়ার্নিং বেল স্থাপন কাজের উদ্বোধন করার সময় এ মন্তব্য করেন তিনি।



রেলমন্ত্রী বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে গিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। বিদেশি হত্যার ষড়যন্ত্র এবং গুপ্ত হত্যার জন্য ইন্দন দিয়ে যাচ্ছেন তিনি। ’

খালেদাকে উদ্দেশ্য করে মুজিবুল হক বলেন, ‘আপনি (খালেদা জিয়া) যতই নাশকতামূলক কর্মকাণ্ড, পেট্রোল বোমা দিয়ে  মানুষ হত্যা করুন না কেনো আপনাকে অবশ্যই শেখ হাসিনার কাছে পরাজিত হতে হবে। ’

এসময় অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য (এমপি) জাহিদ আহসান রাসেল, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, লাইট ও ওয়ার্নিং বেল প্রযুক্তির উদ্ভাবক আমিরুজ্জামান তুহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী জানান, রেলওয়ের উন্নয়নের জন্য ৩৫টি প্রকল্প নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে আরও ৯৪৬টি লেভেল ক্রসিংয়ে পর্যায়ক্রমে এ প্রযুক্তি স্থাপন করা হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের টঙ্গী পূবাইল সেকশনের তালুটিয়ায় ১টি, টঙ্গী ধীরাশ্রমের বনমালায় ১টি এবং পশ্চিমাঞ্চলের মৌচাক মির্জাপুরের কালামপুরে এই প্রযুক্তি স্থাপন করে ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫।
এমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।