ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বরিশালে আলোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে পালন করেছে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে দক্ষিণ জেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।



এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবায়দুল হক চাঁন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সহ-সভাপতি
অ্যাড. মজিবর রহমান নান্টু, অ্যাড. নাজম উদ্দিন আহম্মেদ পান্না, ইসরাত হোসেন কচি, মো. খলিল চোকদার, আ.ন.ম সাইফুল আহসান আজীম, ফেরদৌসি বেগম, ছাত্রনেতা সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

অন্যদিকে কালীবাড়ী সড়কের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া ম‍াহফিলের আয়োজন করে উত্তর জেলা বিএনপি।

এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। সভায় বক্তব্য রাখেন মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, হিজলা বিএনপির সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ, অ্যাড. মেহেদী হাসান নিপু, অ্যাড. নুরুল আলম রাজু, আসাদুজ্জামান মুক্তা প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।