ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির আমলে কৃষক সারের জন্য গুলি খেয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বিএনপির আমলে কৃষক সারের জন্য গুলি খেয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপির আমলে সারের জন্য ১৮ জন কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছিল। কৃষক খাদ্য উৎপাদনের জন্য সার চেয়েছিল, পরিবর্তে গুলি খেয়েছে।



শনিবার (০৭ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, সরকারের ইচ্ছার প্রতিফলন কাজে লাগিয়ে আপনারা ফসল ফলিয়েছেন। ফলে আমরা খাদ্যে উদ্বৃত্ত্ব দেশে পরিণত হয়েছি। আমরা ৫০ হাজার টন খাদ্যশস্য শ্রীলঙ্কায় রফতানি করতে পেরেছি।

আমু আরো বলেন, ২০০১ সালের আওয়ামী লীগ যখন ক্ষমতা হস্তান্তর করে তখন ১১ লাখ টন খাদ্য মজুদ ছিল। পরে বিএনপি সরকার ক্ষমতায় এসে পুনরায় দেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছিল।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া, জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ আবু বক্কর সিদ্দিকি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার  ৬৮৫ কৃষকের মধ্যে বীজ ও সারসহ  অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।