ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচনে দলের ত্যাগী নেতারাই প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
পৌর নির্বাচনে দলের ত্যাগী নেতারাই প্রার্থী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সামনে পৌর নির্বাচন। দলীয় প্রতীকে এ নির্বাচনের সব প্রস্তুতি চলছে।

দলের ত্যাগী নেতাদেরই প্রার্থী হিসেবে দেওয়া হবে। তাই এখন থেকেই নির্বাচনী কাজ শুরু করতে হবে।

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ বছর মেয়াদের এ সরকার। ইতোমধ্যে ২ বছর চলে গেছে। বাকী ৩ বছরে বহু উন্নয়ন কাজ বাকি রয়েছে। ১৬ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের সবার একযোগে কাজ করতে হবে।

জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।