ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজদিখানে বিএনপির দু’গ্রুপে হাতাহাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
সিরাজদিখানে বিএনপির দু’গ্রুপে হাতাহাতি

মুন্সীগঞ্জ: বিপ্লব ও সংহতি দিবসে একই স্থানে সভা আহ্বানকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপির দুইপক্ষের নেতাকর্মীদের হাতাহাতিতে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বাজারের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ইমরান হোসেন, জাবেদ মিয়া, মানিক, জাফর, অনু ও বাদশাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, দুইপক্ষের হাতাহাতিতে বিএনপির সভা পণ্ড হয়ে গেছে।


নেতাকর্মীরা জানায়, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন গ্রুপ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সভার আয়োজন করে।

খবর পেয়ে বিএনপি নেতা আব্দুল্লাহ গ্রুপ পাল্টা সভা করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।