ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে শ্রমিকলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে শ্রমিকলীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমিকলীগ অগ্রণী ভুমিকা পালন করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।
 
শনিবার (০৭ নভেম্বর) জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।



তিনি বলেন, শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে শ্রমীকলীগ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে সহযোগিতা করছেন শ্রমিকলীগের নিবেদিত নেতাকর্মীরা।
 
বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জেলা শ্রমিকলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন চলে।
 
দ্বি-বার্ষিক এ সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ।  
 
এছাড়া সম্মেলনে কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, শ্রমিকনেতা কামরুল মোর্শেদ আপেল, যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ বক্তব্য রাখেন।  
 
শেষে অধ্যাপক রফিকুল ইসলামকে সভাপতি ও সামছুদ্দিন শেখ হেলালকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।