ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় কৃষক লীগের বর্ধিত সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
নেত্রকোনায় কৃষক লীগের বর্ধিত সভা

নেত্রকোনা: বাংলাদেশ কৃষক লীগ নেত্রকোনা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কুরপাড় এলাকায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবু সাইদ খান জ্যোতি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ছবি বিশ্বাস।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. কামরুল হাসান শাহীন, যুগ্ম-সম্পাদক আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান খান আবুনী, খলিলুর রহমান খান খসরু (বীর প্রতীক) অরুণ কান্তি সরকার, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ পুতুল, আবুল কালাম আজাদ, স্বপন হাজং, দুলাল মিয়া, আলম ভূঁইয়া, আবু তাহের, দীপক কুমার পাল প্রমুখ বর্ধিত সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।