ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে জামায়াতের ১৫ নেতাকর্মীসহ আটক ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
মেহেরপুরে জামায়াতের ১৫ নেতাকর্মীসহ আটক ২২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরে জামায়াতের ১৫ নেতাকর্মীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।  
 
শনিবার (৭ নভেম্বর) রাতে জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
পুলিশ জানায়, শনিবার রাতে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।  
 
আটকরা হলেন- গাংনী উপজেলার এলাঙ্গি গ্রামের আবুস উদ্দীন (৬০), ভোলাডাঙ্গার ফরমান আলী (৪৫), চাঁদুপুরের রওশন আলী (৪৫), চৌগাছার বিপ্লব হোসেন (২৭) ও রুস্তম আলী (৫৭), বাঁশবাড়ীয়ার আফসার আলী (৫০), আদম আলী (৪৭) ও এনামুল হক রানা (৪৮), নওপাড়ার মনিরুল ইসলাম (৫৬), জুগিন্দার খাইরুল ইসলাম (৪৯), বাহাগুন্দার আব্দুস সামাদ (৫০) ও আবুল কাশেম (৫৫), কষবার ইমতিয়াজ আলী (৩৫), করমদির হযরত আলী (৫০) এবং কোদাইলকাটির মনিরুল ইসলাম (৩৩)।
  
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বাংলানিউজকে বলেন, শনিবার রাতে গাংনী উপজেলার কষবা, করমদি, বাঁশবাড়ীয়া, চৌগাছা, চাঁদপুর ও এলাঙ্গিসহ বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। এ সময় জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। আটকদের মধ্যে নাশকতা মামলার কয়েকজন আসামি রয়েছেন।  
 
এদিকে, সদর উপজেলায় পাঁচ জন ও মুজিবনগরে দুই জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। রাতে এ দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
 
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।