ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মোহনপুরে অস্ত্রসহ শিবির কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
মোহনপুরে অস্ত্রসহ শিবির কর্মী আটক

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় দু’টি বিদেশি পিস্তল ও গুলিসহ শরীফ রেজা (২০) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার কেশরহাট পৌরসভার মরগা বিলের বারই পুকুর গ্রামে তাকে আটক করা হয়।



আটক শরীফ রেজা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচর গ্রামের সাইফুদ্দিন রেজার ছেলে।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ বাংলানিউজকে জানান, সকালে বারই পুকুর গ্রামে শরীফ রেজা ঘোরাঘুরি কারার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ নিজেকে শিবিরকর্মী হিসেবে স্বীকার করেছেন। আটকের পর তার কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আবদুল হামিদ।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।