ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

এমপি লিটনের জামিন মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এমপি লিটনের জামিন মঞ্জুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত।  
        
রোববার (৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন।

 
        
সংসদ সদস্য লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু বাংলানিউজকে বলেন, ৮ নভেম্বর জাতীয় সংসদ অধিবেশনে তিনি যাতে অংশ নিতে পারেন সে জন্য সকালে জামিন আবেদন আদালতে দাখিল করা হয়।  
 
শুনানি শেষে বিচারক আসন্ন সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
 
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংসদ সদস্য লিটনের জামিন আবেদন করলে তৃতীয় দফায় আবেদন নামঞ্জুর করে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য্য করেছিলেন বিচারক মাইনুল হাসান ইউসুফ।
 
যাবতীয় প্রক্রিয়া শেষে এক ঘণ্টার মধ্যে এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগার থেকে মুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন তার আইনজীবী।
 
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫/ আপডেট: ১২০৪  
এমজেড



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।