ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ফাইল ফটো

ঢাকা: সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে এক সঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ যুব আন্দোলন।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১ টায় আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ যুব আন্দোলনের কমরেড মুসায়েদ আহমেদ বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।

সরকারের উচিত এসব সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা।

অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। তাই একটি গোষ্ঠী দেশের এই সুনাম নষ্ট করে দেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা করছে। প্রশাসনের এ বিষয়ে এখনই সজাগ হওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।